মহানগর বিএনপির সম্মেলনউদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৬ বার পঠিত
প্রান্তডেস্ক:দীর্ঘসাত বছর পর আজসকাল ১০-৩০মিনিটে মহানগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিএনপি সিলেট মহানগর শাখার সম্মেলন- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনওপায়রা উড়িয়ে উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।