ফ্রান্সে ৩৫ লাখ মানুষের বিক্ষোভ
প্রান্তডেস্ক: ফ্রান্স সরকারের পেনশন সংস্কার নীতির প্রতিবাদে ৩৫ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দেশটিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
খবরে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে সরকার ঘোষিত সংস্কার পরিকল্পনার প্রতিবাদে দেশটির সব সেক্টরের শ্রমিকরা সমাবেশে অংশ নিয়েছেন।
সংবাদমাধ্যমটির মতে, জেনারেল লেবার কনফেডারেশন (সিজিটি) ফ্রান্সজুড়ে রাস্তায় ৩৫ লাখ বিক্ষোভকারীকে গণনা করেছে। তবে ফরাসি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণায় দাবি করেছে, বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় ১৩ লাখ মানুষ।
গত ৩১ জানুয়ারি ফরাসি সরকারের আনা সংস্কারের বিরুদ্ধে আগের বিক্ষোভে আনুমানিক ১২ লাখ ৭০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।
ফ্রান্স সরকারের সংস্কার পরিকল্পনা অনুযায়ী, অবসরের বয়স বাড়িয়ে ৬২ থেকে ৬৪ করা হয়েছে, যা কার্যকর হবে ২০৩০ সাল থেকে। এ ছাড়া পেনশনের পুরো টাকা পেতে হলে কমপক্ষে ৪৩ বছর চাকরি করতে হবে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে প্রতিবাদ ও বিক্ষোভ দানা বেঁধেছে।