আরো এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা
প্রান্তডেস্ক:একদিনের ব্যবধানে আবারও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলির ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।
বুধবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত রোহিঙ্গার নাম সৈয়দ হোসেন। তিনি কুতুপালং ক্যাম্প-২ ডব্লিউ এর নেতা ছিলেন।
ক্যাম্পের এপিবিএন-১৪ এর কমান্ডিং অফিসার সৈয়দ হারুনুর রশীদ জানান, বুধবার সকালে দোকানে চা খাওয়ার সময় একদল দুর্বৃত্ত এসে হোসেনকে গুলি করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমান্ডিং অফিসারের দাবি, ক্যাম্পে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ। আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে সাধারণ রোহিঙ্গাদের দাবি, সন্ত্রাসী গোষ্ঠী আরসার সদস্যরা সৈয়দ হোসেনকে হত্যা করেছে।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নুর হাবিব ওরফে ডাক্তার ওয়াক্কাস নামে এক রোহিঙ্গা নেতা নিহত হন।