ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৮ বার পঠিত
প্রান্তডেস্ক: গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিন ঘটনাস্থলে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুর ১২টা ২৩ মিনিটে তিনি ঘটনাস্থলে আসেন। এ সময় তাকে রিসিভ করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক। এছাড়াও ঘটনাস্থলে এসেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, র্যাব পুলিশ ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। তবে প্রথম দিনের মতো লোকজনের এত ভিড় না থাকলেও আজও উৎসুক জনতা ওই এলাকার আশপাশে ভিড় করছেন। তাদেরকে সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।