বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের অবস্থাই আশঙ্কাজনক: ডা.সামন্ত লাল সেন
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৭ বার পঠিত
প্রান্তডেস্ক: রাজধানী ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে আহতদের মধ্যে ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।বুধবার সকালে চিকিৎসাধীন রোগীদের দেখে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আহতদের ১০ জনের মধ্যে ২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের অবস্থা বেশি আশঙ্কাজনক। বাকিরাও শঙ্কামুক্ত নন। তাদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।মঙ্গলবার বিকেলে গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০০ জন।