দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখা প্রয়োজন : মানবাধিকার চেয়ারম্যান
প্রান্তডেস্ক:গুলিস্তানের সিদ্দিকবাজারের মর্মান্তিক ঘটনা নিছকই দুর্ঘটনা, নাকি নাশকতা তা তদন্তের মাধ্যমে বের করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, একের পর এ ধরনের ঘটনা ঘটছে। ফলে এগুলো দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখার প্রয়োজন আছে।
বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এদিকে, বিস্ফোরণের ঘটনায় উদ্ধারের জন্য জাতীয় কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন। বুধবার সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। বুধবার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর উজ্জ্বল কুমার হালদার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ তিন ব্যক্তির পরিবার জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে। রাতে স্বজনরা পাঁচজন নিখোঁজ থাকার দাবি করে। পরে দু’জনের খোঁজ পাওয়া যায়।