ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ মৃত্যু, নিখোঁজ ৫০
প্রান্তডেস্ক:ভারি বৃষ্টিতে ভূমিধস হয়েছে ইন্দোনেশিয়ায়। এতে মারা গেছেন কমপক্ষে ১৫ জন। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৫০ জন। দক্ষিণ চীন সাগরের কাছে নাতুনা অঞ্চলে এই ভূমিধস হয়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এজেন্সি বিএনপিবির প্রকাশ করা ছবি এবং ভিডিওতে দেখা গেছে ভূমিধস হয়ে ধেয়ে যাচ্ছে বনসমৃদ্ধ এলাকার দিকে। মাটির আস্তরণে ঢাকা পড়ছে সব। প্রত্যন্ত সেরাসান দ্বীপে বাড়িঘর ধ্বংসস্তূপে ডুবে যাচ্ছে। সোমবার ভূমিধসের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘরের ছাদ এবং উপড়ে পড়া গাছের স্তূপ দৃশ্যমান। ভূমিধসের স্থান এবং অব্যাহত বৃষ্টির ফলে দুর্গত এলাকায় উদ্ধার ও অনুসন্ধান প্রচেষ্টা জটিল করে তুলেছে। সেখানকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।নাতুনা সার্স অ্যান্ড রেসক্যু এজেন্সির প্রধান আবদুল রহমান বলেছেন, ১৫ জন নিশ্চিত মারা গেছেন। নিখোঁজ ৫০ জন।