উদীচী সম্মেলনে বোমা হামলা
প্রকাশিত হয়েছে : ৬ মার্চ, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৭ বার পঠিত
প্রান্তডেস্ক::ইতিহাসের আজ৬মার্চ।১৯৯৯সালের আজকের দিনে যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠানে দুই দফা বোমাহামলা চালিয়ে-সাম্রজ্যবাদ,সামন্তবাদ,আমলা মুৎসুদ্দীগোষ্ঠির পা চাটা কুকুর ধর্মান্ধ সাম্প্রদায়িকগোষ্ঠি হত্যা ১০জন সাংস্কৃতিককর্মি ও দর্শকে । আহতকরে অগনিত জনগনকে।ঐদিনের শহীদরা হলে নূর ইসলাম,নাজমুল হুদা তপন,সন্ধ্যা রানী ঘোষ,ইলিয়াস মুন্সী,শাহ আলম বাবুল,বুলু,রতনরায় বাবুল সূত্রধর,শাহ আলম ও রামকৃষ্ণ।”সিলেটপ্রান্ত” আজ গভীর শ্রদ্ধায় স্মরন করছে শহিদ সাংস্কৃতিক নেতা কর্মিদের,জানাছ্ছে তাঁদের- কে লাখো সালাম।