আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ
প্রান্তডেস্ক: জনগণের কাঙ্খিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সিলেট সিটি কর্পোরেশনকে পরিচালনার দাবিতে আজ (৬ মার্চ সোমবার) বিকাল ৪টায় সামনে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোবাবার (৫ মার্চ) গণমাধ্যমে দেয়া সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দ-সিলেট জেলা সিপিবি সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ জেলা সভাপতি লোকমান আহমদ, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি মোঃ আরিফ মিয়া, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দার আলী, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রনি এক যুক্ত বিবৃতিতে আগামীকাল ৬মার্চ সোমবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।