নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে ফের হাজার হাজার ইসরায়েলি
প্রান্তডেস্ক:টানা নবম সপ্তাহের মতো ইসরায়েলের রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী। গতকাল শনিবার রাতে তেল আবিবসহ বিভিন্ন শহরেও বিক্ষোভ করেন প্রতিবাদকারীরা। খবর আল-জাজিরার।
বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, ইসরায়েলের নেতানিয়াহু সরকার দেশটির বিচার বিভাগ সংক্রান্ত আইনগুলোতে বড় রকমের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। তা রুখে দিতেই টানা কয়েক সপ্তাহব্যাপী চলছে এই বিক্ষোভ।
বিবিসির এর আগের প্রতিবেদনে জানায়, উগ্র ডানপন্থীদের সমর্থন নিয়ে ষষ্ঠ বারের মতো ইসরায়েলের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়া নেতানিয়াহু বিচার বিভাগের এমন কিছু সংস্কার করার পরিকল্পনা করেছেন যা তার বিরোধীরা বলছেন যে এতে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে।
আনাদোলু এজেন্সি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা প্রতি শনিবার করে বিক্ষোভে নামে। শনিবারে তেল আবিব ছাড়াও হাইফা, পশ্চিম জেরুজালেম, বীরশেবা, নেতানিয়া এবং বাত ইয়ামে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামে।