মাঝ আকাশে সহযাত্রীর গায়ে প্রস্রাব ভারতীয় যুবকের!
প্রান্তডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনার অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম আর্য ভোহরা (২১)। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ইতোমধ্যে এই ঘটনার অভিযোগে আর্যকে ওই মার্কিন এয়ারলাইন্স নিষিদ্ধ করেছে।
মার্কিন এয়ারলাইন্সের এক বিবৃতি অনুসারে, এএ২৯২ নম্বরের ওই বিমানটি জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। নিরাপদে রাত ৯ টা ৫০ মিনিটে তা অবতরণ করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযুক্ত যুবক প্রচণ্ড নেশাগ্রস্থ ছিলেন এবং বিমানে ক্রুদের নির্দেশনা মানছিলেন না। তিনি ক্রমাগতভাবে ক্রুদের সঙ্গে তর্ক করছিলেন। তিনি আসনে বসছিলেন না এবং ক্রু ও বিমানের নিরাপত্তা বিপন্ন করছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমান সংস্থাটি বিষয়টির গুরুত্ব বিবেচনা করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) পুরো ঘটনা জানায়। এরপরই এটিসি বিমানবন্দেরর দায়িত্বে থাকা সিআইএসএফজওয়ানদের সতর্ক করেন। এরপর অভিযুক্ত যাত্রীকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়।