সায়েন্স ল্যাবে তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে গন্ডগোল হয়েছে। গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নাম ফলক খুলে নিয়ে গেছে।
ওই পুরোনো ঘটনার জেরে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী ও ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীকে মারধর করেছে। এরপর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আগের ক্ষোভের অংশ হিসেবে সিটি কলেজের শিক্ষার্থীরা আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুপুর পৌনে ২টার দিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের গেটের ভেতর প্রবেশ করিয়ে দেয় পুলিশ। ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ এখনও রয়েছে।পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজকের ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীরাই আহত হয়েছে।
তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহের জন্য সেখানে যেসব গণমাধ্যমকর্মীরা রয়েছেন, তাদের ছবি ও ভিডিও করতে শিক্ষার্থীরা বাধা দিচ্ছেন। এই ঘটনার ছবি তুলতে গিয়ে একজন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে।
বেলা দেড়টার দিকে এ প্রতিবেদন লেখার সময়, তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান নিয়েছেন। এমন পরিস্থিতিতে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়কের পাশের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। খুব জরুরি প্রয়োজন না হলেও কেউ ওই সড়ক হয়ে চলাচল করছেন না।(সৌজন্যে:দৈনিকপ্রথমআলো)