খালেদা জিয়ার মুক্তির মেয়াদ নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৫ মার্চ, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৫ বার পঠিত
প্রান্তডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আবেদন পেলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ প্রশাসন ইনস্টিটিউট মিলনায়তনে সরকারি মামলার ট্র্যাকিং সিস্টেম ‘সলট্র্যাক’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
আগামী ২৪ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারসাজা স্থগিতের মেয়াদ শেষ হবে। বিএনপির পক্ষ থেকে মেয়াদ বাড়ানোর কোনো আবেদন পেয়েছেন বা তাকে পুনরায় কারাগারে পাঠানোর পরিকল্পনা সরকারের আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমরা এখনো কোনো আবেদন পাইনি। আবেদন পেলে সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেবে।