সীতাকুণ্ডে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু
প্রকাশিত হয়েছে : ৫ মার্চ, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৭০ বার পঠিত
বিস্ফোরণে বিধ্বস্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় হতাহত ব্যক্তিদের খোঁজে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল ইউনিয়নের ছোটকুমিরা এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। একটি সিলিন্ডারে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর আগুন লেগে যায়।
বিস্ফোরণের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩২ জন।
এদিকে ভয়াবহ এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গেল বছরের ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ আগুন আর বিস্ফোরণে ৫১ জন নিহত হন। ওই ঘটনায় অন্তত দুই শতাধিক লোক আহত হন।