সায়েন্স ল্যাব এলাকায় ভবন ধস, অগ্নিকাণ্ড
সংগৃহীত ছবি
প্রান্তডেস্ক:রাজধানীর ধানমণ্ডি সায়েন্স ল্যাবের পাশে একটি তিনতলা ভবন আংশিক ধসে পড়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আজ রবিবার (৫ মার্চ) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টা ৫২ মিনিটে পাওয়া সংবাদের পরিপ্রেক্ষিতে সেখানে চারটি ইউনিট পাঠানো হয়েছে। কিভাবে এই ভবন ধসের ঘটনা ঘটল সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ১০.৫৫ মিনিটে। পলাশী, ধানমণ্ডি টহল এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে ১১টা ১৩ মিনিটে আগুন নিযন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু জানান, ঘটনাস্থলে ব্যাপক পুলিশ সদস্য উপস্থিত আছেন।