প্রান্তডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যান্সারের ক্ষত ছিল, যা গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় সরানো হয়েছে। শুক্রবার (৩ মার্চ) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, তার সমস্ত ক্যান্সারযুক্ত টিস্যু অপসারণ করা হয়েছে এবং আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। বাইডেনের চিকিৎসক জানিয়েছেন, চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে তার ত্বক পর্যবেক্ষণ করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যান্সারের ক্ষত ছিল, যা গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় সরানো হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ফেব্রুয়ারিতে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টের শারীরিক পরীক্ষায় দেখা গেছে, তিনি সুস্থ ও ‘দায়িত্ব পালনের জন্য উপযুক্ত’। শুক্রবার মার্কিন গণমাধ্যমে পাঠানো বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনরের লেখা নোটে বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়েছে।
তিনি বলেন, ‘আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। যেখান থেকে টিস্যু অপসারণ করা হয়েছিল, বায়োপসি করার পর ক্ষতটি চমৎকারভাবে নিরাময় হয়েছে।’ মার্কিন প্রেসিডেন্টের শরীরে যে ধরনের ক্যান্সার পাওয়া গেছে, তা সাধারণত শরীরের এক অংশ থেকে অন্য অংশে ছড়ায় না।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, এই বেসাল ও স্কোয়ামাস সেল কার্সিনোমাগুলো যুক্তরাষ্ট্রে সবচেয়ে সাধারণ ত্বকের ক্যান্সার। স্কিন কেয়ার ফাউন্ডেশন জানিয়েছে, এই ধরনের ক্যান্সার খুব কম ক্ষতি করে এবং প্রাথমিক চিকিৎসা করলে সহজেই নিরাময়যোগ্য।