এই দিনে::৪ মার্চ
প্রকাশিত হয়েছে : ৪ মার্চ, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৭০ বার পঠিত
প্রখ্যাত সম্পাদক ও সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দীনের জন্ম ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহের ত্রিশালে। তিনি ১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাস করার পর কলকাতার রিপন কলেজে বিএ শ্রেণিতে ভর্তি হন। কিন্তু ওই সময় খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি তাতে যোগ দেন এবং বিএ পরীক্ষা না দিয়ে কলকাতার গৌড়ীয় সুবর্ণ বিদ্যায়তন থেকে ১৯২১ সালে উপাধি পরীক্ষায় পাস করেন। ১৯২২ সালে মাসিক মোহাম্মদী পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি সাপ্তাহিক মোসলেম জগৎ, দ্য মুসলমান, দৈনিক সোলতান প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেন। ১৯৩৬ সালে তিনি দৈনিক আজাদে যোগ দেন এবং পরে ১৯৪০-৬২ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সালে দৈনিক পাকিস্তানের সম্পাদক নিযুক্ত হন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছাত্রহত্যার প্রতিবাদে তিনি আইন পরিষদের সদস্যপদ ও মুসলিম লীগ সংসদীয় পার্টি ত্যাগ করেন। ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে প্রথমবার যে শহীদ মিনার নির্মিত হয়, আবুল কালাম শামসুদ্দীন তার উদ্বোধন করেন। তার রচিত ও অনূদিত একাধিক গ্রন্থ রয়েছে। ‘পলাশী থেকে পাকিস্তান’ ও ‘অতীত দিনের স্মৃতি’ তার উল্লেখযোগ্য রচনা। তিনি ১৯৬১ সালে পাকিস্তান সরকার কর্র্তৃক সিতারা-ই-খিদমত এবং ১৯৬৭ সালে সিতারা-ই-ইমতিয়াজ উপাধিতে ভূষিত হন। ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৭৬ সালে একুশে পদক লাভ করেন। আবুল কালাম শামসুদ্দীন ১৯৭৮ সালের ৪ মার্চ মৃত্যুবরণ করেন।