ওরসে গাঁজা সেবন, ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
বৃহস্পতিবার রাতে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক। এর আগে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
দণ্ডপ্রাপ্তরা হলো, সিলেটের বিশ্বনাথ এলাকার আক্কাস মিয়া, সেবুল মিয়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের আব্দুর রাজ্জাক, সেলিম মিয়া, জালাল মিয়া, হবিগঞ্জ সদরের লীবন মিয়া, আব্দুল শহীদ, রজব আলী, বানিয়াচংয়ের শেখ কামাল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আলী হোসেন, কিশোরগঞ্জ মিঠামইনের তৌহিদ মিয়া, মোখলেছ মিয়া, জুবায়েল হোসেন ও সুনামগঞ্জের আলী আহমদ খান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান, ৫১০ গ্রাম গাঁজাসহ ১৪ জনকে আটক করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। রাতেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।