সিলেট মহানগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠার পর থেকেই এখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়। এসব ক্ষেত্রে শহীদ মিনার ব্যবহারে কোনো ফি দিতে হয় না।
সম্প্রতি সিটি করপোরেশন একটি সিদ্ধান্ত নেয়, যেটি বাস্তবায়ন হলে শহীদ মিনার ব্যবহারের ক্ষেত্রে গোনতে হবে নির্দিষ্ট ফি। অর্থাৎ, টাকা দিয়ে শহীদ মিনার প্রাঙ্গন ব্যবহার করতে হবে।
সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলেও বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা যাচ্ছে। শহীদ মিনার ব্যবহারে ফি না বসাতে তারা দাবি জানাচ্ছেন।
তাদের অভিন্ন বক্তব্য ছিল, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে রয়েছে এ অঞ্চলের গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের গভীর সম্পর্ক। গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মসূচি চর্চা ও বিকাশের অনন্য প্রতিষ্ঠান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার মানুষের গভীর আবেগ ও শ্রদ্ধার প্রতীক।তারা বলেন, শহীদ মিনার অর্থের বিনিময়ে বরাদ্দ দেওয়ার বিষয়টি ‘উদ্ভট চিন্তা’।