মানবাধিকার কমিশনের কাজে সন্তুষ্ট জাতিসংঘের আবাসিক সমন্বয়ক
প্রান্তডেস্ক:জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ গুয়েন লুইজ। আজ বৃহস্পতিবার মানবাধিকার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতের শুরুতে নবগঠিত কমিশনকে অভিনন্দন জানান মিজ গুয়েন লুইজ। অন্যদিকে কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে মিজ গুয়েন লুইজকে অবহিত করেন কামাল উদ্দিন আহমেদ।
কমিশনের চেয়ারম্যান জানান, নবগঠিত কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিত পর্যবেক্ষণ করছে। যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কমিশন দ্রুত আমলে নিচ্ছে। দেশের মানুষকে মানবাধিকারের বিষয়সমূহে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষে কমিশন সোচ্চার রয়েছে।
এ সময় সভায় কমিশনের সচিব নারায়ণ চন্দ্র সরকার, উপপরিচালক ফারহানা সাঈদ ও জাতিসংঘ আবাসিক সমন্বয়কের কার্যালয়ের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।