তাপসের কথা, সুরে গাইলেন নচিকেতা
প্রান্তডেস্ক:দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী গাইলেন গান বাংলার কর্ণধার তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় গান, গল্প ও আড্ডার মধ্যেই গানটির রেকর্ডিং করা হয়েছে বলে গান বাংলার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নচিকেতার গাওয়া ব্যতিক্রমী এই গানে ব্যবহার করা হয়েছে এই শিল্পীর লেখা কবিতাও।
শ্রোতাদের উদ্দেশে নচিকেতা বলেন, ‘আমি যে ধরনের গান সচরাচর গেয়ে থাকি এ গানটা সেরকম নয়। এ গানটা একদম অন্যরকম। গানটা আপনাদের শুনতে হবে। আমি আসার আগে তাপসের উইন্ড অব চেঞ্জের কাজগুলো দেখেছি। আমি অভিভূত! বাংলা ভাষার গানগুলোকে নতুন করে প্রাণ দিয়েছে সে।’
তিনি আরো বলেন, ‘সাক্ষাতে এসে মনে হয়েছে- অনেক শিল্পীর সঙ্গেই সঙ্গত করেছি, থেকেওছি, কিন্তু তাপসের মত এরকম এনার্জিটিক লোক আমি ৪৫ বছর আগে দেখেছিলাম। ৪৫ বছর আগে যাকে দেখেছিলেন তাকে দেখেছিলাম আয়নায় (নিজেকে)। তারপর এই ছেলেটাকে দেখছি।’
এসময় তাপস বলেন, ‘স্বপ্নটা সত্যি হচ্ছে। আমি নচিকেতার দারুণ ভক্ত। তার গান বাংলা গানকে সমৃদ্ধ করেছে, আমার মত বহু তাপসকে এমনকি যারা বাংলা গানকে ভালোবাসেন, তাদেরকে হয়ত বাঁচিয়ে রেখেছে তার গানের একটি কথা। নচিকেতাকে পেয়ে কে কী করেছে জানি না, আমি কী করতে চাই তা আসলে কাজের মধ্য দিয়েই প্রকাশিত হোক। তিনি যদি আমার গানকে গ্রহণ করেন, তাহলে একসঙ্গে আরও অনেক কিছু করার প্রত্যাশা রাখছি।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নচিকেতার কণ্ঠে এক বা একাধিক গানের এই নতুন চমক টিএম রেকর্ডসের ব্যানারে খুব শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ হতে যাচ্ছে।