র্যাবপ্রধান::জঙ্গি ছিনতাইয়ে আমাদের ব্যর্থতা ছিল
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফীন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব গত বছরের ২০ নভেম্বর দুপুরে পুলিশের চোখ-মুখে গ্যাস স্প্রে করে পালিয়ে যান। ঢাকার বিচারিক আদালত এলাকা থেকে আনসার আল ইসলামের এ দুই সদস্যকে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
ওই বক্তব্যের এক দিন পর র্যাবপ্রধান সাংবাদিকদের বলেন, দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। শুধু পুলিশকেও এককভাবে বলি না; পুলিশের সঙ্গে সকলের একটা সমন্বয় থাকার কথা ছিল। এখানে সমন্বয়ের কোথাও অভাব ছিল।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞা নির্বাচনের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে কি-না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে র্যাবপ্রধান বলেন, নিষেধাজ্ঞায় কোনো সমস্যা হবে না, আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই। আমাদের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে কিছু কিছু প্রশ্ন তারা জানতে চেয়েছে। আমরা সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি নথি-প্রমাণসহ। আমাদের কাজের কোনো প্রতিবন্ধকতা নেই, তবে আমরা ইচ্ছা করলেই যা কিছু করতে পারি না, আমাদের বিধিমালা রয়েছে। র্যাব ফোর্সেস এলিট ফোর্স। কোনো সদস্য বিন্দুমাত্র কোনো অন্যায় করেছে, এমন কোনো নজির নেই যে, সে সেখান থেকে রেহাই পেয়েছে।