২৮ফেব্রুয়ারীছিল কবি, রাজনীতিবিদ, শিশু সংগঠক, ক্রীড়াবিদ, সংস্কৃতিজন গোবিন্দ পালের ১৬ তম মৃত্যুবার্ষিকি
প্রান্তডেস্ক:গত২৮ফেব্রুয়ারী অত্যন্ত নীরবে চলে গেলকবি, রাজনীতিবিদ, শিশু সংগঠক, ক্রীড়াবিদ, সংস্কৃতিজন গোবিন্দ পালের ১৬ তম মৃত্যুবার্ষিকি।গোবিন্দ পালের পুরো পরিবার রাজনৈিতক ,সামাজিক, সংস্কৃতিক ।গোবিন্দপাল খেলাঘর,ছাত্র ইউনিয়ন,কমিউনিষ্ট পার্টি, উদীচি, নন্দিনি, গণতন্ত্রি পার্টি, ন্যাপ ইত্যাদি সংগঠনের সক্রিয় সংগঠক ছিলেন। মৃত্যুকালীন সময়ে সিলেট জেলা ন্যাপ-এর সাধারণ সম্পাদক, সিলেট জেলা খেলাঘরের সভাপতি ছিলেন।আজ দুদিন পরে হলেও “সিলেটপ্রান্ত” তাঁকে স্মরন করছে গভীর শ্রদ্ধায়। জন মানষে বেঁচে থকবেন “গোবিন্দ দা” যুগযুগ।