রাজধানীতে জামায়াতের ঝটিকা মিছিল
প্রান্তডেস্ক:সংগঠনের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এর নেতৃত্ব রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিলটি রাজধানীর মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খিলগাঁও তালতলায় সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, দেলওয়ার হোসাইন, অধ্যাপক মোকাররম হোসাইন, মোহাম্মদ এস রহমান, ইসলামী ছাত্রশিবিরের তৌহিদুল হক মিজবাহ, তাকরিম হাসান প্রমুখ।