নারায়ণগঞ্জে সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
প্রান্তডেস্ক:নারায়ণ গঞ্জের গাউছিয়ায় সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে যাচ্ছে।
তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি বলে তিনি জানান।