বাখমুতে চলছে তীব্র লড়াই, শহর দখলের চেষ্টায় রুশ বাহিনী
পশ্চিমা দেশগুলো জানিয়েছে, রাশিয়ান বাহিনীর শহরটি দখল নেওয়ার চেষ্টা বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, সেখানে নৃশংস যুদ্ধ চলছে। আমাদের ভূখণ্ডের মধ্য দিয়ে শত্রুদের অগ্রসর হওয়া দমাতে ইউক্রেনের বাহিনী যথাসাধ্য চেষ্টা করছে।
এদিকে গতকাল সোমবার মস্কো জানিয়েছে, তারা বাখমুতের কাছে একটি ইউক্রেনীয় গোলাবারুদ ভাণ্ডার ধ্বংস করেছে এবং মার্কিন তৈরি রকেট ও ইউক্রেনীয় ড্রোনগুলিকে ভূপাতিত করেছে।
এছাড়া ইরানি ড্রোন দিয়ে রুশ বাহিনীর হামলায় গতকাল খমেলনিটস্কি শহরে দুইজন নিহত হয়েছেন বলে শহরটির মেয়র জানিয়েছেন। রুশ বাহিনী ছয় মাসেরও বেশি সময় ধরে বাখমুত শহর দখলের চেষ্টা করছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র : আল জাজিরা