প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৮ বার পঠিত
ফাইল ছবি
একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদকে কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। সেই দিনের স্মরণে আলোক প্রজ্জলন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলা একাডেমি সংলগ্ন রমনা কালি মন্দিরের পাশের ফলকে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ধর্ম, মৌলবাদ, নারীবাদ, রাজনৈতিক সমালোচনামূলক বক্তব্যের জন্য ১৯৮০’র দশক থেকে পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছিলেন হুমায়ুন আজাদ। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী হুমায়ুন আজাদকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে ৭ আগস্ট গবেষণা বৃত্তি নিয়ে জার্মানি যাওয়ার পাঁচ দিন পর মিউনিখের নিজ ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়। হুমায়ুন আজাদ ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি।