রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর কথা ভাবছে চীন: সিআইএ প্রধান
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৬২ বার পঠিত
সিআইএর প্রধান উইলিয়াম বার্নস
প্রান্তডেস্ক: ইউক্রেনে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য চীন প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস।রোববার সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। খবর আনাদোলু এজেন্সির।সিআইএ পরিচালক বার্নস বলেন, ‘আমরা নিশ্চিত যে চীনা নেতৃত্ব রাশিয়াকে প্রাণঘাতী সরঞ্জাম প্রদানের বিষয়টি বিবেচনা করছে।’
অবশ্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- এমন কিছু সম্পর্কে এখনও জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, চীন রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জামের চালান পাঠিয়েছে- এমন কিছুর প্রমাণ আমরা এখনও পাইনি।’
বার্নস বলেন, চীন এমন কোনো পদক্ষেপ নিলে সেটি হবে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ ও ‘অবিবেচনাপ্রসূত’।
আর চীনের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ এলে তার পরিণতি কী হতে পারে সে বিষয়টি পরিষ্কার করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন সিআইএ প্রধান।