সহিংসতা কমাতে একমত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন
প্রান্তডেস্ক: ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা সহিংসতা কমাতে উত্তেজনা নিরসনে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে একমত হয়েছেন। জর্ডানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকের পর এমন প্রতিশ্রুতি দেন তারা। খবর আল জাজিরা’র।
রোববার (২৬ ফেব্রুয়ারি) লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী আকাবায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা কর্মকর্তারা এক যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে তারা বলেন, ‘আরও সহিংসতা’ ঠেকাতে তারা গভীরভাবে কাজ করবেন। এছাড়া ‘মাঠপর্যায়ে উত্তেজনা নিরসনের গুরুত্বের ওপরও জোরারোপ’ করেন তারা।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী ছয় মাস নতুন কোনো বসতি স্থাপন অনুমোদন করবে না ইসরায়েল। এছাড়া আগামী চার মাস নতুন বসতি স্থাপন বন্ধ রাখতে আলোচনার ব্যাপারেও নিজেদের প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পুঙ্খানুপুঙ্খ এবং খোলামেলা আলোচনা’ করার পর ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষ ‘মাঠপর্যায়ে উত্তেজনা কমাতে এবং আরও সহিংসতা প্রতিরোধ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে। মার্চের শেষদিকে শুরু হতে যাওয়া রমজান মাসকে সামনে রেখে সহিংসতা বৃদ্ধির ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র, মিশর ও জর্ডানের কর্মকর্তাদের অংশগ্রহণের ওই বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা।