একই সময়ে কিশোরগঞ্জ সফর করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৪১ বার পঠিত
প্রান্তডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসছে এবং তার অধীনে নির্বাচন না হচ্ছে, কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদ ব্যক্তিবর্গের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আলোচনা সভার আয়োজন করে।