রোববার সকালে গণভবনে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লেখক প্রয়াত দুরন্ত বিপ্লবের মা রোকেয়া আক্তার খাতুন, তার ভাই দূর্জয় বিপ্লব ও বোন শাশ্বতী বিপ্লব উপস্থিত ছিলেন।

অমর একুশে বইমেলার ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর স্টলের শ্রাবণ প্রকাশনীতে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ১৪টি কবিতার এ বইটি পাওয়া যাচ্ছে।
প্রয়াত দুরন্ত বিপ্লব ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় উপ-কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।