হামলার কবলে পাকিস্তানের প্রথম তৃতীয় লিঙ্গের সংবাদ উপস্থাপিকা
প্রান্তডেস্ক:পাকিস্তানের প্রথম তৃতীয় লিঙ্গের সংবাদ উপস্থাপিকা মারভিয়া মালিক হামলার শিকার হয়েছেন। সম্প্রতি লাহোরে নিজ বাসভবনের বাইরে বন্দুক হামলার কবলে পড়েন তিনি। তবে এতে তার কোনো ক্ষতি হয়নি।দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডনের বরাত দিয়ে এই খবর দিয়েছে এনডিটিভি।
ভারতীয় শীর্ষস্থানীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ফার্মেসি থেকে ফিরছিলেন মালিক। সেসময় বন্দুকধারী দুই ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছোড়ে। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান।
পুলিশকে দেয়া এক বিবৃতিতে মালিক দাবি করেন, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের অধিকার আদায়ে সোচ্চার হয়েছেন তিনি। এজন্য অজ্ঞাত মোবাইল ফোন নাম্বার থেকে কল ও মেসেজে হত্যার হত্যার হুমকি পেয়েছেন।
ডনের ভাষ্য অনুযায়ী, এই সংবাদ উপস্থাপিকা জানিয়েছেন; নিজের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে বাসা ছেড়েছেন এবং লাহোরের বাইরে চলে গেছেন তিনি।
মালিকের কথায়, একটি গুরুত্বপূর্ণ অপারেশন শেষে কয়েকদিন আগে শহরে ফিরেছেন তিনি। তাকে গুপ্তহত্যার নেপথ্যে তার কর্মকাণ্ডই ‘মূখ্য কারণ’।
জিও টিভির রিপোর্টে উল্লেখ করা হয়, গত বছর দ্য কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি (সিআইআই) জানিয়েছে; তৃতীয় লিঙ্গের ব্যক্তি (অধিকার সুরক্ষা) আইন ২০১৮ ‘শরিয়াহর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়’। এর বেশ কিছু বিধান ইসলামী নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
সিআইআই আগেই সতর্ক করেছিল, ট্রান্সজেন্ডার পারসনস অ্যাক্ট ‘নতুন সামাজিক সংকট’ সৃষ্টি করতে পারে।
২০১৮ সালে পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল কোহিনুর নিউজে সংবাদ উপস্থাপিকা হিসেবে আত্মপ্রকাশ করেন মালিক। দেশটির ফ্যাশন ডিজাইন কাউন্সিল ফ্যাশন শোতে অংশ নেয়া প্রথম তৃতীয় লিঙ্গের মডেল তিনি। এতে সর্বস্তরের মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করেন ২৬ বছর বয়সী ব্যক্তিত্ব।