না ফেরার দেশে চলে গেলেন লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ২৯৩ বার পঠিত

‘লাল পাহাড়ির দ্যাশে যা, রাঙামাটির দ্যাশে যা’– এই গান শোনেননি বাংলায় এমন মানুষ কমই আছেন! এই গানের লেখক-সুরকার নাম অবশ্য অনেকেই জানেন না। তিনি হলেন বাঁকুড়ার ভূমিপুত্র লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী। অন্তরালে থেকেই সুরের সাধনা করে গিয়েছেন তিনি। শনিবার শেষ হল সেই সুরেলা সফর। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে লোকসংগীত জগতে।
গত কয়েক দিন ধরেই কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন সুভাষ চক্রবর্তী। বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া বাঁকুড়ায়। বহু সম্মান পেয়েছেন সুভাষ। মাটির গান বাঁধতেন তিনি। ‘বাঁকুড়ার মাটিকে পেন্নাম করি দিনে দুপুরে…’ গানটি পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। জীবনের শেষ গানও বাঁকুড়াকে নিয়েই। হাসপাতালে ভর্তির দিনকয়েক আগেই নিজের লেখা ও সুরে রেকর্ড করেন ‘বাঁকড়ি দেশের মানুষ আমি গাইবো ঝুমুর গান’। তাঁর গানেই ধরা দিত শাল-পলাশের বাঁকুডা।