কবিতার নাম—-“নঞ সনেট”:মধুমিতা ভট্টাচার্য্য
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ২০৮ বার পঠিত
কবিতার নাম—-“নঞ সনেট”
তামসী নিশিথে বাতায়ন পাশে একা—-
যারা বসে বসে এক মনে তারা গোণে,
আজ ওরা মূল্য হীন সর্বলোকে জানে;
সমাজ করে উপহাস বলে–সে বোকা!
দেখ ভেবে মহাকাশ দেয় কিনা ধোঁকা?
রোজ প্রতিরাতে দেখেছ কি ছায়াপথে–
কত-শত তারা খসে ঘাতে-অপঘাতে!
সৃষ্টির খাতায় তার নেই লেখা-জোখা।
তার চেয়ে ঢের ভালো শেয়ালের হাঁক!
শোন ভিজু-তিতু পেঁচকের উলুধ্বনি,
সঙ্গে শোন ঐ ব্রহ্মদৈত্যের আগমনি!
কোলাহলে গুলজার নরকের বাঁক!
ভোলামন করিসনে হাহুতাশ বসে,
জীবনকে চিনে আয় নরকের পাশে।