নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৮ বার পঠিত
বোমা বিস্ফোরণ
প্রান্তডেস্ক:নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে শহরের আলাইপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ছয়-সাতটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। বিএনপির কর্মসূচি ঘিরে আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগ এ হামলা করেছে বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগ বলছে, বিএনপির লোকেরাই এই ঘটনা ঘটিয়ে অন্যের উপর দোষ চাপাচ্ছেন।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, সকাল পৌনে ৮টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে একদল যুবক ছয়-সাতটা ককটেল ফাটিয়ে চলে যায়। এ সময় কার্যালয়ে বিএনপির কোনো নেতাকর্মী ছিলেন না।
তাই কেউ হতাহত হয়নি। আমাদের কর্মসূচিতে বাধা দেওয়াটা তাদের জন্য নতুন কিছু না। নতুন করে আতঙ্ক সৃষ্টি করতে বোমা হামলা চালিয়েছে।ষড়যন্ত্র করেও আওয়ামী লীগ আমাদের কর্মসূচি পণ্ড করতে পারেনি। নাটোরের রাজপথে বিএনপির কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে।বিএনপির অভিযোগ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, বিএনপির নেতাকর্মীরা নিজেরাই একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তারাই ককটেল বিস্ফোরণ করে আওয়ামী লীগের উপরে দোষ চাপাচ্ছে।নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, আমরা শুনেছি ককটেল বিস্ফোরণ হয়েছে। সকাল থেকেই পুলিশ বিএনপির কার্যালয়ের পাশে অবস্থান করছে।