গাজীপুরে বিএনপির পদযাত্রা আটকে গেল পুলিশের ব্যারিকেডে
প্রান্তডেস্ক:পুলিশের ব্যারিকেডে আটকা পরে গাজীপুরে বিএনপির পথযাত্রা। শনিবার সকালে জেলা শহরের রাজবাড়ী সড়কের বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দিয়ে আটকে দেয়। এ সময় ধাক্কাধাক্কি করে মাত্র কয়েক গজ এগিয়ে যেতে পারলেও কয়েক মিনিট বাক- বিতন্ডা করেই কর্মসূচি শেষ করা হয়। এর আগে জেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য রাখেন । এতে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, ডা: রফিকুল ইসলাম বাচ্চু, কাজী সাইয়েদুল আলম বাবুল, মেয়র মজিবুর রহমান, জেলা নেতা শাহ রিয়াজুল হান্নান, শাহজাহান কবির, মুহাম্মদ হেলাল উদ্দিন, আবু তাহের মুসুল্লি, হুমায়ূন কবির মাস্টার, খন্দকার আজিজুর রহমান প্যারা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, এদেশে দিনের ভোট আর রাতে করতে দেয়া হবে না।