শাল্লায় হয়ে গেলো দুইদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রান্তডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওর সংস্কৃতি পরিষদের উদ্যোগে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যা ৬টায় এই আয়োজনে ছিলো নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা।
শাল্লা ও বানিয়াচং উপজেলা পরিষদ চত্ত্বরে -সংস্কৃতির আলোয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ- শীর্ষক এই আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী ও শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর -অসমাপ্ত আত্মজীবনী- বিতরণ করা হয়।
এছাড়াও ছিল সাংস্কৃতিক সংগঠন নাও-এর পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক -তেলাপোকা। নাটকটির রচনাও নির্দেশনায় রুবেল শঙ্কর। এর পর শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন বাউল রণেশ ঠাকুর, ফয়ছল ও অনন্যা রুমা।
হাওর সংস্কৃতি পরিষদের সদস্য সচিব রুবেল শঙ্কর জানান, হাওর অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের লক্ষ্যে হাওর সংস্কৃতি পরিষদ -সংস্কৃতির আলোয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ- শীর্ষক বিশেষ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। শাল্লা ও বানিয়াচং থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও ক্রমান্বয়ে হাওর অঞ্চলের প্রায় প্রতিটি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।