দুই জাপানির বাংলা গানের দল -বাজনা বিট
কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসা জাপানি নাগরিক মায়ে ওয়াতানাবে ও সুনসুকে মিজুতানি এখন বাংলায় সুর বাঁধছেন, গড়ে তুলেছেন গানের দল। জীবনের প্রয়োজনেই এসেছিলেন লাল-সবুজের দেশে, শহর আর গ্রামের মানুষের সঙ্গে মিশেছেন, শিখেছেন বাংলা, বেঁধেছেন গান; যেন জীবনের স্বাদ খুঁজে পেয়েছেন বাংলার পথে পথে।
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে তারা ভিন্ন কণ্ঠে তুলেছেন চেনা সুর। সম্প্রতি চট্টগ্রামে তাদের গানের দল ‘বাজনা বিট’ যোগ দিয়েছিল এক অনুষ্ঠানে। জাপানের নারা এলাকার বাসিন্দা সুনসুকে মিজুতানি ২০০৭ সালে প্রথম বাংলাদেশে এসেছিলেন। সেবার অবশ্য বন্যা দেখে কিছুটা ভয়ই পেয়েছিলেন। ২০০৯ সালে আবার আসেন এনজিও -একমাত্রায়- ইন্টার্নশিপ করতে। এক বছর ছিলেন তখন। তারপর আরো কয়েকবার আসাযাওয়ার পর ২০১৪ সালে ঢাকায় চলে আসেন।
ওই বছরই তথ্য প্রযুক্তি বিষয়ে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন সুনসুকে। এখন ওই প্রতিষ্ঠান এনিমেশনসহ তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন কাজ করে ১৫ জন বাংলাদেশি। আর টোকিওর মায়ে ওয়াতানাবে ২০০৯ সালে প্রথমবার বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। তখন ছিলেন এক সপ্তাহ। জাপানে তিনি মঞ্চে অভিনয় ও শিশুদের নিয়ে নাটক করতেন। ২০১২ সালে এনজিও -একমাত্রা-য় যোগ দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে বাংলাদেশে চলে আসনে মায়ে। একটু একটু বাংলা শেখা আর ভিনদেশি ভাষার প্রতি আগ্রহ থেকে ২০১৬ সালে এই দুই জাপানি মিলে গড়ে তোলেন গানের দল -বাজনা বিট।