ধীরেন্দ্রনাথ স্মৃতি পদক-এ ভূষিত ফেরদৌস, তারিন ও শুভ্র দেব
প্রান্তডেস্ক: শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক ২০২৩-এ ভূষিত হয়েছেন নায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী তারিন জাহান এবং শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্র দেব। ব্রাম্মণবাড়িয়ার -গুনীজন সংবর্ধনা পরিষদ- ১৯৯৮ সাল থেকেই স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সারাদেশের গুনী ব্যক্তিবর্গকে এই পদক দিয়ে আসছে। এর প্রধান উদ্যোক্তা রাজধানীর -ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যাণ্ড হসপিটালে এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। এবারের আয়োজনে এই তারকারা ছাড়াও আরো ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে -ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পদক ২০২৩- প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন -গুনীজন সংবর্ধনা পরিষদ এর প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক- ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি ও সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি)। সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেরদৌস বলেন,ভাষার মাসে ডা. আশীষ দাদার উদ্যোগে এমন চমৎকার এই আয়োজনে অংশ নিতে পেরে ভীষণ আনন্দিত আমি। তারিন জাহান বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক ২০২৩-এ ভূষিত হয়ে আমি সত্যিই গর্বিত। শুভ্র দেব বলেন,এই স্মৃতিপদক অনুষ্ঠানে থাকতে পেরে এবং ধীরেন্দ্রনাথ স্মৃতিপদকে ভূষিত হয়ে আমার ভীষণ ভালোলেগেছে।
গুনীজন সংবর্ধনা পরিষদ এর সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য্য জানান এবারের আয়োজনে বিবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে আরো যাদের হাতে এই পদক তুলে দেয়া হয় তারা হলেন- ডা. এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক আতিকুল ইসলাম, আনিসুল হক, ধনঞ্জয় কুমার দাস, মোঃ মনিরুজ্জামান, তুষার আব্দুল্লাহ।