বীর মুক্তিযোদ্ধা হুঁশিয়ার আলী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
প্রান্তডেস্ক: রাষ্ট্রীয় মর্যাদা আর হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুঁশিয়ার আলী। গতকাল শুক্রবার বিকাল চারটায় লালাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গার্ড অব অনার শেষে রাত নয়টায় তার জন্মভূমি ফুলদি গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নূসরাত লায়লা নীরার উপস্থিতিতে তাঁকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। এসময় দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার,৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দান মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। ফুলদি গ্রামে হাজারো মানুষের অংশগ্রহণে এ নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের পুত্র নিপু আহমদ।
বীর মুক্তিযোদ্ধা হুঁশিয়ার আলী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সাড়ে পাচটায় আমেরিকার নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
লালাবাজার ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুঁশিয়ার আলী লালাবাজার স্কুল অ্যান্ড কলেজ, লালাবাজার ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, দক্ষিন সুরমা কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য, সিলেট জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক আহবায়ক ছিলেন।বীর মুক্তিযোদ্ধা হুঁশিয়ার আলীর মৃত্যুতে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, খায়রুল আফিয়ান চৌধুরী, যুক্তরাষ্ট শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদসহ এলাকার সুধীজন শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।