আজ-বিশ্ব নৈঃশব্দ্য দিবস
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ | সংবাদটি ৬০ বার পঠিত
প্রান্তডেস্ক:আজ ২৫ ফেব্রুয়ারি। বিশ্ব নৈঃশব্দ্য দিবস।যা উদযাপন করা হয় ‘নৈঃশব্দ্য দিবস’ বা ‘কোয়ায়েট ডে’ হিসেবে। কথা, চিৎকার, কোলাহল, গোলমাল, গ্যাঞ্জাম থেকে খানিক বিরতি নিয়ে নৈঃশব্দ্যের শব্দ উপভোগের দিন।
তাই মানবসৃষ্ট নানা শব্দে যারা অতিষ্ট তারা চলে যেতে পারেন শব্দহীন কোনো নির্জন জায়গায়। নিঃশব্দে বের করে আনতে পারেন নিজের ভেতর লুকিয়ে থাকা নিজেকে। কিংবা নিঃশব্দে প্রিয় কারো সানিধ্য উপভোগ করলেও ক্ষতি নেই। নীরবতারও তো শব্দ আছে, আছে আলাদা ভাষা। তাই চাইলে শব্দ না করেও বলা যায় অনেক কিছু, শোনাও যায় অনেক।
সূত্র:ন্যাশনাল টুডে