বিতর্ক মানুষকে সূক্ষ্ম চিন্তায় উদ্বুদ্ধ করে: শিক্ষামন্ত্রী

আজ শুক্রবার রাজধানীর শিশু একাডেমিতে জাতীয় ডিবেট ফেডারেশন (এনডিএফ) আয়োজিত ১৫তম বিতর্ক উৎসবে তিনি এ সব কথা বলেন।
পরে শিক্ষামন্ত্রী, চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলামিস্ট সুভাষ সিংহ রায় ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অংশগ্রহণে একটি পলিসি বিতর্ক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, এনডিএফ সভাপতি এ কে এম শোয়েব।