প্রান্তডেস্ক:ভারতের কলকাতার কবি ও চলচ্চিত্র পরিচালক চন্দ্রিল ভট্টাচার্য বলেছেন, সাধারণত আমরা যখন শিক্ষা লাভ করতে আসি, আমরা জীবনকে উদযাপন করতে, জ্ঞান লাভ করতে, ভাষা চর্চাকে এগিয়ে নিতে, আমরা শিক্ষা লাভ করতে আসি না, টাকা উদযাপন করতে আসি।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে ‘প্রথম আগমনীর গান’ শীর্ষক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।কবি চন্দ্রিল ভট্টাচার্য বলেন, ‘খুব ভালো করে সাহিত্য চর্চার জন্য, স্বাধীনভাবে লেখালিখির জন্য, চমৎকার আর্থিক স্বাচ্ছন্দ্য থাকা দরকার এবং তার দরুণ মনে যে প্রশান্তি আসে, তাতে সাহিত্য চর্চা আরও প্রসন্ন হয়। সেক্ষেত্রে যাদের কাছে পুঁজি আছে, প্রতিপত্তি আছে— তারা যদি এগিয়ে আসে, তাহলে বিষয়টা সহজ হয়, যা ইউল্যাবের ক্ষেত্রে সম্ভব হয়েছে। তাই আমি ইউল্যাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই।’ নবীন বরণ অনুষ্ঠানে অতিথিদের একাংশ
সিনে পরিচালক চন্দ্রিলের মন্তব্য, ‘বাংলা ভাষার অবস্থানটা অদ্ভুত। বাংলা ভাষার অসামান্য সম্পদ সম্পর্কে আমাদের কোনও সন্দেহ নেই৷ একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার ক্ষমতা যে সুবিধার নয়, বাংলা ভাষাকে অবলম্বন করে লিখলে, বললে, ভাবলে আন্তর্জাতিকভাবে বিরাট একটা সম্মান, স্বীকৃতি পাওয়া সম্ভব— তা যে নয়, এটা নিয়েও আমাদের সন্দেহ নেই।’
অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক কবি শামীম রেজা, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, কলকাতার দে’জ পাবলিকেশন্সের পরিচালক শুভঙ্কর দে অপু বক্তব্য রাখেন।