জেলায় পদযাত্রার পর নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি
প্রান্তডেস্ক:সরকার পতনসহ ১০ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে পদযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাদের বৈঠক হয়। দুপুর পৌনে ২টার দিকে শুরু হয়ে বৈঠক চলে তিনটা পর্যন্ত। এ বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘চলমান আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে আমাদের পদযাত্রা কর্মসূচি আছে। পরবর্তীসময়ে কী কর্মসূচি ঘোষণা করবো, তা নিয়েও আলোচনা হয়েছে।’
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর প্রমুখ।