লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুশিয়ার আলী আর নেই
প্রান্তডেস্ক: দক্ষিণসুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুশিয়ার আলী আর নেই।
গতকাল (২২ ফেব্রুয়ারি,বুধবার ) বাংলাদেশ সময় সাড়ে পাঁচটার দিকে আমেরিকার নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
হুশিয়ার আলীর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তার চাচাত ভাই আবদুল হক। তিনি জানান, মরহুমের লাশ বাংলাদেশে আসার পরে তার নিজ জন্মভূমি লালাবাজার ইউনিয়নের ফুলদি গ্রামে দাফন করা হবে।
হুশিয়ার আলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন ছাড়াও জীবনের নানা সময়ে লালাবাজার স্কুল অ্যান্ড কলেজ, লালাবাজার ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ছিলেন। তিনি ছিলেন দক্ষিণ সুরমা কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য, সিলেট জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক আহবায়ক।
এদিকে, লালাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, খায়রুল আফিয়ান চৌধুরীসহ এলাকার সুধীজন শোক প্রকাশ করেছেন।