গ্রামীণফোনের নেটওয়ার্ক বিভ্রাট, সেবা ব্যাহত
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৪৪ বার পঠিত
প্রান্তডেস্ক: নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিভ্রাটের সম্মুখীন হন গ্রাহকেরা। সাময়িক এই অসুবিধার জন্য গ্রামীণফোনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।গ্রামীণফোনের ভেরিফাইড পেজে এক বিজ্ঞপ্তিতে অপারেটরটি জানিয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হচ্ছে। সমস্যা সমাধানে তাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছে।