লক্ষণীয়, বিবিসির তথ্যচিত্র, লাদাখে চীনের জমি দখল কিংবা আদানি গোষ্ঠী–সম্পর্কিত হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন নিয়ে বিরোধীরা বারবার সংসদে আলোচনার দাবি জানালেও সরকার তা মানেনি। সংসদে এ নিয়ে বিরোধীদের কোনো প্রশ্নের উত্তর দেয়নি।
পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন অঞ্চলে চীনা আগ্রাসন ও জমি দখলের অভিযোগ নিয়ে কংগ্রেস, বিশেষ করে রাহুল গান্ধী অনেক দিন ধরেই সরব। তাঁদের অভিযোগ, ২০২০ সালের জুনে গলওয়ানে সংঘর্ষের আগেই ভারতের বিস্তীর্ণ (প্রায় ২ হাজার বর্গকিলোমিটার) এলাকা চীন দখল করে নিয়েছে। একই অভিযোগে সরব লাদাখের বিজেপি নেতৃত্বও। বিরোধীরা এ নিয়ে সংসদে আলোচনার দাবি জানালেও সরকার রাজি হয়নি। প্রতিরক্ষা–সম্পর্কিত সংসদীয় কমিটিকে লাদাখের উপদ্রুত এলাকা পরিদর্শনেও যেতে দেওয়া হয়নি। মৌখিকভাবে শুধু বলা হয়েছে, ভারতের কোনো জমি চীন দখল করেনি।