প্রখ্যাত আলেম আবু তাইয়্যেব সৎপুরী আর নেই
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৭০ বার পঠিত
প্রান্তডেস্ক: সিলেটের প্রখ্যাত আলেম ও নন্দিত মুফাসসিরে কুরআন ,শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল এবং সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আবু তাইয়্যেব সৎপুরী রাহ. আর নেই।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মহানগরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে এবং ছাত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকার সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা মাঠে তার জানাজার নামায অনুষ্ঠিত হবে।