‘আদালত থেকে জঙ্গি পালানো শুধু পুলিশের নয়, পুরো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা’
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৬ বার পঠিত
প্রান্তডেস্ক: র্যাবের মহাপরিচালক এমখুরশিদ হোসেন বলেছেন,আদালত পাড়া থেকে ২ জঙ্গি পালানোর ঘটনা পুলিশের ব্যর্থতা শুধু নয়, পুরো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। তিনি বলেন,একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদ দিবস উপলক্ষে জঙ্গি হামলার আশঙ্কা নেই। তারপরও সব ধরনের নজরদারি অব্যাহত রাখা হয়েছে।’
সোমবার (২০ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক এ কথা বলেন।
তিনি বলেন, ‘আদালত পাড়া থেকে ২ জঙ্গি পালানোর ঘটনা পুলিশের ব্যর্থতা শুধু নয় পুরো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যদি তারা দেশের মধ্যে থেকে থাকে, তাহলে টুডে এবং টুমোরো তারা ইনশাল্লাহ ধরা পরবে।’
পালিয়ে যাওয়া দুই জঙ্গি দেশে না দেশের বাইরে চলে গেছে এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘আমাদের যতটুকু তথ্য রয়েছে, তারা দেশের মধ্যে রয়েছে। র্যাব প্রযুক্তিগতভাবে আগের চেয়ে অনেক দক্ষ। এছাড়া বিভিন্ন ধরনের অপরাধী এবং জঙ্গি সংগঠনের সদস্যরাও এখন আরও চতুর হয়ে গেছে। অনেক ক্ষেত্রে প্রযুক্তির সহায়তা থাকার পরও ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে।’পলাতক জঙ্গিরা জীবন বাঁচানোর জন্য ব্যস্ত রয়েছে উল্লেখ করে মহাপরিচালক আরও বলেন, তারা আমাদেরকে কী থ্রেট দেবে।’