যুদ্ধবিধবস্ত ইউক্রেনে বাইডেন
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৭১ বার পঠিত
প্রান্তডেস্ক:ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রায় এক বছর হতে চলেছে। যুদ্ধকালীন সময় পশ্চিমা দেশের অনেক নেতাই দেশটিতে কোনও ধরনের ঘোষণা ছাড়াই সফরে যান। বিশেষ করে যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন এই তালিকায় অন্যতম।
এবার আকস্মিক কিয়েভ সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই নিয়ে ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার অফিশিয়াল টেলিগ্রামে বাইডেনের সঙ্গে ছবি পোস্ট করেছেন। ছবিতে বাইডেন ও জেলেনস্কিকে করমর্দন করতে দেখা যাচ্ছে।
জেলেনস্কি লিখেছেন, জোসেফ বাইডেন কিয়েভে আপনায় স্বাগতম। আপনার সফর ইউক্রেনীয়দের জন্য সমর্থনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন।